এস আই হাবিব, পলাশবাড়ী (উপজেলা প্রতিনিধি) গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর সোনারপাড়া গ্রামে বালেগাড়ী বিলে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় মাতৃত্ব পরিচয় মিললেও পরিচয় মিলছে না পিতার। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর একাধিক দেন-দরবারের মাধ্যমে নবজাতকের মায়ের পরিচয় শনাক্ত করা গেলেও, পিতার পরিচয়ের জট খুলছে না।
অভিযোগ রয়েছে, গত (২৩ মে) শুক্রবার রাত সাড়ে দশটা থেকে রাত ২টা পর্যন্ত স্থানীয় এক প্রভাবশালী মহলের তত্ত্বাবধানে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই মেয়ের কাছ থেকে জবানবন্দি নেয়া হলেও, ওই জবানবন্দির বিস্তারিত প্রকাশ করা হয়নি। বৈঠকে মেয়ের চাচা মোস্তাক আহমেদ ২৭ মে মঙ্গলবার রাতে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আবারও এক মিটিংয়ে আহ্বান করেন। এবং এও বলেন মেয়ের কাছ থেকে আমরা সুকৌশলে আরো বিস্তারিত জানবো । যাতে করে সত্য প্রকাশ পায় এবং কোন নির অপরাধ ব্যক্তি ফেঁসে না যায়।সত্য ঘটনা উদঘাটন করবে মর্মে সবাইকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলি ছাড়তে নিষেধ করেন। মেয়েটার স্বীকারোক্তি অনুযায়ী সাব্বির আহমেদ পিতা মিজানুর রহমান অবসরপ্রাপ্ত ( এস আই )১০ নং রাখাল ব্রুজ ইউনিয়নের অভিরামপুরের নাম বলেন। তদন্ত কমিটি গোবিন্দগঞ্জ উপজেলার পাশাপাশি পলাশবাড়ী উপজেলায় খোঁজ করেও এ নামে কাউকে সনাক্ত করতে পারেনি । উপস্থিত ব্যক্তিদের পরিচয় স্পষ্ট হলে ঘটনার অনেক দিক উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে বৈঠক শেষে সমাজপতিদের চাপের মুখে মেয়েটিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মেয়ের পরিবারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নয়। ফলে ঘটনার সত্যতা ও পিতৃ পরিচয় নিয়ে নানা গুজব ও জল্পনা-কল্পনা আরও ঘনীভূত হচ্ছে।
নবজাতকের মরদেহ উদ্ধারের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমতপুর দাখিল মাদ্রাসার সুপার কাজী জাহাঙ্গীরের নামে ঘটনার সাথে সম্পৃক্ততার গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মঙ্গলবার (২০মে ২০২৫)রাতে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্রো জানান, নবজাতকের লাশ উদ্ধার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পিতৃ পরিচয়ের বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের না হওয়ায় আইনি কোন পদক্ষেপ গ্রহন করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সোমবার (১৯ মে ২০২৫) সকালে কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরদিন
(২০মে২০২৫) ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।