1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী মেরিণ ইঞ্জিনিয়ার নিহত! জনতার মাঝে ড. ফয়সাল পারভেজ, পাইকড়ে গণসংযোগে নেতাকর্মীদের উৎসাহ  কাহালুতে জামায়াতের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দাঁড়িপাল্লার পক্ষে মানুষের সমর্থনে উত্তাল কুন্দারহাট বাজার  দলীয় প্রতীক ছাড়াই হবে স্হানীয় সরকার নির্বাচন! সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার! বগুড়ায় ছাত্রাবাসে তোহা নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!  বিমান বিধ্বস্তের ঘটনার বর্ণনা দিলেন মাইলস্টোনের এক শিক্ষক বিয়ের দাবিতে দুই সন্তানের পিতা আতিকের বাড়িতে এক সন্তানের মায়ের অনশন! গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বগুড়ার ধুনটের একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

বগুড়ায় ইয়াবাসহ পুলিশ ও আনসার সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গত বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩০ মে) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পুলিশ লাইনে কর্মরত নায়েক আব্দুল আলীম (৩৩), জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য আব্দুল ওয়াহাব (৪০) এবং শফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়ন আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা পুলিশ জানতে পারে, শহরের সাতমাথা এলাকায় একাত্তর আবাসিক হোটেলের সামনে তিনজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

 

এ সময় আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ৭০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাবের কাছ থেকে পেয়েছেন এবং তারা বিকাশে ইয়াবার অর্থ লেনদেন করতেন। সাখাওয়াত হোসেনের বিকাশ নম্বর চেক করে ২৭ হাজার টাকার লেনদেনের প্রমাণও মেলে।

 

পরে জানা যায়, বগুড়ায় কর্মরত নায়েক আব্দুল আলীম কিছুক্ষণ আগে তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা কিনে নিয়েছেন। তাকে শহরের নবাববাড়ী সড়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৫০টি ইয়াবা ট্যাবলেট।

 

তাদের মধ্যে নায়েক আব্দুল আলীমকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং বাকিদের রাখা হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। রাত সাড়ে ১০টার দিকে শহরের মাটিডালি এলাকায় দায়িত্ব পালনের সময় নায়েক আলীমকে পুনরায় আটক করা হয়।

 

এই ঘটনায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

 

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজনের বাড়ি বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তারা একে অপরের পূর্বপরিচিত এবং ঢাকায় একসময় বিভিন্ন দায়িত্ব পালনের সময় একসঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তাদের চার জেলায় বদলি করা হয়, তবে যোগাযোগ অব্যাহত ছিল।

 

পুলিশ সুপার বলেন, তাদের ব্যক্তিগত অপরাধের দায় বাহিনী নেবে না। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট