1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাহমুদুর রহমান মান্না ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের!  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির গণদোয়া! বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ! তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান! সাধারণ মানুষের আস্হা অর্জনে ব্যস্ত  শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন!  নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরার যোগদান!  আলেম মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া! ​গোবিন্দগঞ্জে হিরোইন-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার! গোবিন্দগঞ্জের কাটাখালী স্মৃতিস্তম্ভে জঙ্গল, নেই রক্ষণাবেক্ষণ! গোবিন্দগঞ্জে গলাকাটা ও মাথা থেঁতলানো চা বিক্রেতার লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবক আটক!

শাজাহানপুরে বাজার বসে মহাসড়কে , যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! 

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

 শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া  ইউনিয়নে অবস্থিত আড়িয়া বাজার  হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজার বসতে দেখা যাচ্ছে বছরের পর বছর। আড়িয়া বাজার  শুধু বগুড়ার শাজাহানপুর  নয় , পার্শ্ববর্তী ধুনট থানার  বেড়েরবাড়ী সহ মাঝিড়া ক্যান্টনমেন্টে চাকরিজীবি  মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাজার ।

আড়িয়া বাজারে  অসংখ্য পথচারী , সিএনজি, অটোরিকশা, মটরসাইকেল আরোহী, বগুড়া  টু ঢাকা  বাসের যাত্রী , এবং ট্রাক সহ বিভিন্ন গাড়ীর চালকেরা যাতায়াত করে।আড়িয়া বাজার মহা সড়কের উপর বাজার বসার কারনে ছোট খাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। এছাড়াও সড়কের উপরে বাজার বসার কারনে এখানে অনেক সময় জ্যাম লেগে যায়  । এতে করে সাধারণ মানুষ সহ বিভিন্ন চাকরিজীবি সঠিক সময়ে গন্তব্যে স্হলে পৌঁছাতে পারছে না। বিড়ম্বনায় পড়তে হচ্ছে।এত কিছু ঘটার পরেও আড়িয়া বাজারে  সড়কের উপর বাজার বসছে বছরের পর বছর।এতে করে সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রী এবং চালকের অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। উপজেলার নয়মাইল স্টান্ডে হাট বসে প্রতি সোমবার ও বৃহস্পতিবার।

আজ শুক্রবার (২৭জুন)  সরেজমিনে আড়িয়া বাজার  ঘুরে দেখা যায়,সড়ক দখল করে বসছে বাজার কাচাঁ তরিতরকারীর  দোকান বসে পুরোটাই সড়কের উপর। এতে করে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। দেখা দিচ্ছে তীব্র যানজট।  আড়িয়া বাজার এলাকার  কৃতি সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি’র  বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক  বিশিষ্ট সমাজ সেবক ,ব্যবসায়ী ,  মামুনুর রশীদ মামুন  জানান, মাঝিড়া ক্যান্টনমেন্ট হওয়ার কারণে  উপজেলার মধ্যে সবচেয়ে বেশি  চাকরিজীবি মানুষ বসবাস করে এই এলাকায় ।    সেনানিবাস এলাকা হওয়াতে আড়িয়া বাজার  স্হান্ডে এমনিতেই লোক সমাগম বেশি হয়।সড়কের উপর বাজার বসার কারনে এখানে আরও বেশি মানুষের সমাগম  হচ্ছে। দুর্ঘটনা রোধে আড়িয়া বাজার   সড়ক থেকে দুরে অন্য যেকোনো জায়গায় বসানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র  সভাপতি এনামুল হক শাহীন  এর  কাছে জানতে চাইলে তিনি বলেন,হাট থেকে সরকার রাজস্ব খাতে আয় করছে ,হাট এবং সড়ক উভয়ই সরকারের।সড়কে হাটবাজার না বসাতে হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে। নয়মাইলহাট আগে ছোট ছিলো এখন অনেক বড় হয়ে গেছে। জায়গা সংকীর্ণতার কারণে সড়কের দিকে হাট বসে । আড়িয়া বাজারেও   ঔ  একই  অবস্হা ,  তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নিকট কেউ কোনো অভিযোগ করেছে বলে তার জানা নেই বলে জানিয়েছেন তিনি। সমস্যা হলে  ইউএনও বরাবর জানাতে এবং এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি রয়েছে বলে জানান তিনি ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট