মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :
বাংলাদেশের সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিননীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটি ২৯ জুন ২৫ খ্রি: সভাপতি ইঞ্জিঃ মোহাম্মাদ আছাদুল হক (এসডিও),পানিউন্নয়ন বোর্ড,সাধারন সম্পাদক ইঞ্জিঃমোঃ ফজর আলী লিটন (সিনিয়র শিক্ষক),নন্দ্রিগ্রাম সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এবং ইঞ্জিঃমোঃ আতিকুররহমান(ইন্সট্রাক্টর),ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয় কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিস্ট্য বগুড়া জেলা আইডিইবি কমিটি অনুমোদন দিয়েছে।
কমিটির অন্যন্যে সদস্য সহ সভাপতি ইঞ্জিঃ মোঃ আনোয়ারুল হক (সহ.প্রকৌশলী), সড়ক ও জনপদ, সৈয়দ সোহের হোসেন (ব্যবসায়ি),যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল (নি.প্রকৌশলী) নেসকো,অর্থ সম্পাদক মোঃ এনামুর হক (সিআই) বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান(নি.প্রকেশৈলী) নন্দিগ্রাম পৌরসভা, মোঃ আব্দুল আউয়াল(এজিএম) পল্লী বিদ্যুৎ সমিতি, জনসংযোগ ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস(ইন্সট্রাক্টর) ভিটিটিআই, সমাজকল্যান সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হিরু(সহ.প্রকৌশলী) ইউডিসিএল,সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান(সহ.প্রকৌশলী) আরডিএ, তথ্য ও গবেশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবীর(উপ সহ প্রকৌশলী),বগুড়া পৌরসভা, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোছাঃ শ্যামলী আকতার(ইনস্ট্রাক্টর) বেসরকালী পলিটেকনিক, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক এ কে এম বাছিউল আলম সেবিন (সহ প্রকৌশলী) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সিয়াবুল ইসলাম(উপ সহ প্রকৌশলী) গনপুর্ত, সদস্য মোঃ আসলাম হোসেন(উপ সহ প্রকৌশলী) বাংলাদেশ রেলওয়ে,মোঃ রেজাউল করিম(ব্যবসায়ী),মোঃ আব্দুল মান্নান শেখ(ইন্সট্রাক্টর),টিটিসি,মোঃ আরিফুর রহমান (উপ সহ প্রকৌশলী) পিজিসিবি,মোঃ জিয়াউল হক(ইন্সট্রাক্টর) বগুড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয় ।