মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমকে এক রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।