আবু রায়হান চৌধুরী
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া সিএনজি চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আসলাম সাখিদার, সাধারণ সম্পাদক পদে মাহাবুর আলম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মজিদ নাঈম আকন্দ ও কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম নাজমুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সমিতির প্রধান উপদেষ্টা তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম। তাঁকে সহযোগিতা করেন নজরুল ইসলাম, মেহেরুল ইসলাম, আব্দুল মতিন, দুলাল সরদার, ওমর ফারুক। নির্র্বাচনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী। নির্বাচনে ৫০জন ভোটারের মধ্যে ৪৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।