এস আই সুমন, স্টাফ রিপোর্টারঃ
ডিবি,বগুড়ার অভিযানে পুলিশের ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ইলেক্ট্রনিক শক মেশিন সহ ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ০২ (দুই) জন প্রতারকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী জনাব মোঃ মারুফ ইসলাম গত ০৫-০৭-২০২৫ খ্রি. তারিখ বগুড়া ডিবি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, বগুড়া সদর থানাধীন গোদারপাড়া বাজারস্থ “শেরপুর চাউল ঘর”প্রোপাঃ মোঃ জুবায়ের আহমেদ এর বিকাশের দোকানে বাদী দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছিল। লেনদেনের এক পর্যায়ে উক্ত দোকানদার বাদীর কাছে ৮৬,৫০০/- (ছিয়াশি হাজার পাঁচশত) টাকা পাওনা ছিল। গত ২১/০৬/২০২৫ খ্রি. সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় অজ্ঞাত মোবাইল নম্বর-০১৮৭৪-৫৩**** হইতে বাদীকে বগুড়া ডিবি পুলিশের প্রধান শামীম পরিচয়ে ফোন করে বগুড়া সদর থানাধীন চারমাথা ফিলিং স্টেশনের সামনে যেতে বললে বাদী সরল বিশ্বাসে উল্লেখিত স্থানে উপস্থিত হয়। আসামী শামীম বাদীকে বলে জুবায়েরের বিকাশের দোকানের বাকি টাকা এখনই পরিশোধ করে দিতে হবে। বাদী দুইদিন পরে কিছু টাকা পরিশোধ করবে বললে আসামী শামীম বাদীর নিকট হতে মোটরসাইকেলে ১,০০০/-(এক হাজার) টাকার তেল উঠিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে গত ২৩/০৬/২০২৫ খ্রি. তারিখে দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকার সময় বাদী বগুড়া জেলার সদর থানাধীন চারমাথাস্থ মেঘসিটি কমপ্লেক্স ভবন এর নিচতলায় তার অফিসে অবস্থান করাকালীন ভূয়া বগুড়া ডিবি প্রধান পরিচয়ধারী প্রতারক আসামী শামীম বাদীকে ফোন করে চারমাথা ফিলিং স্টেশন এর সামনে যেতে বলে। বাদী সেখানে গেলে তার নিকট হতে বিকাশের দোকানের পাওনা ৭৭,০০০/-(সাতাত্তর হাজার) টাকা দাবি করে। বাদী উক্ত টাকা তাকে না দিয়ে বিকাশের দোকানদারকে দেওয়ার কথা বললে প্রতারক শামীম তার নিকটে থাকা ওয়াকিটকি দেখিয়ে বাদীকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণ নাশের হুমকিসহ মিথ্যা মামলার ভয় দেখিয়ে জোড়পূর্বক বাদীর পকেটে থাকা সর্বমোট ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এ সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-২৬, তারিখ-০৬/০৭/২০২৫, ধারা-১৭০/১৭১/৩৮৪/৪১৯ পেনাল কোড, ১৮৬০; রুজু হয়।
উক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া ডিবির একটি চৌকস দল নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫/০৭/২০২৫ খ্রি. সকাল ০১.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানধীন চারমাথা গোদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া ডিবি অফিসার পরিচয়ে প্রতারনাকারী আসামী মোঃ শামীম আহম্মেদ (৪৬), পিতা-মৃত সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ পারভীন, সাং-দুপচাঁচিয়া চৌধুরীপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ধৃত আসামীর হেফাজত হতে ০১টি ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ০১টি বক্সিং রিং, ০১টি বৈদুতিক হ্যান্ড শর্ট মেশিন, ০১টি ড্রাইভিং লাইসেন্স, ০১টি অস্থায়ী সোর্স নিয়োগের আবেদনপত্র ও ০১টি ডাঃ মোঃ শামীম আহম্মেদ লেখা ভিজিটিং কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ নিজেকে ভূয়া ডিবি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন জনের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। প্রকাশ থাকে যে, ধৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়েছে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।