এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পিপি এ্যাডঃ আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মতিন মন্ডল নির্বাচিত হওয়ায় সোমবার তাদের সাথে দেখা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান, নিহার সুলতানা তিথি (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি), নিলুফা কুদ্দুস(সাবেক কাউন্সিলর),শিরিন সুলতানা শিল্পী, রুনু,সোমা, মাহফুজা রেনু,শিউলি, নুরজাহান, সফুরা বেগম প্রমুখ।