অনলাইন ডেস্কঃ
বিয়ের দাবি নিয়ে দুই সন্তানের পিতা আতিক নামের এক ব্যক্তির বাড়ির সামনে অনশনে বসেছেন এক সন্তানের মা। জানা গেছে পরকীয়া প্রেমের কারণে এমন দাবি নিয়ে অনশনে বসেছেন ওই নারী।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের নলডুবরী গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিক আতিকের বাড়ির সামনে বসেছিলেন পরকীয়া প্রেমিকা।
দুই ছেলে-মেয়ের বাবা প্রেমিক পালিয়ে গেলেও তাকে বিয়ে করতে না পারলে দরজার সামনেই জীবন দেওয়ার হুঁশিয়ারি দেন ওই নারী।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, প্রতিবেশী গৃহবধূর সঙ্গে প্রায় এক বছরের পরকীয়া প্রেম চলছে আম ব্যবসায়ী আতিকের। এরই জের ধরে অনশনে এসে বিয়ের দাবি জানান ওই নারী। তবে প্রেমিক পলাতক থাকায় আতিকের পরিবারের সদস্যরা দরজা লাগিয়ে রাখেন। এমনকি কয়েক দফায় মারধর করা হয় তাকে।
ওই নারীর দাবি, পাশেই বাড়ি হওয়ার সুবাদে ফাঁকা বাড়ি পেয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন আতিক। পরে এ নিয়ে ব্ল্যাকমেইল করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গভীর সম্পর্কে জড়ান তারা। শনিবার (১৯ জুলাই) সকালে বিয়ের কথা বলে কাপড় ও জাতীয় পরিচয়পত্র নিয়ে বাসায় ডাকে আতিক। কিন্তু ওই নারী বাসায় আসা মাত্রই পেছন দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই বিয়ের দাবি নিয়ে দরজায় অনশনে বসেন ওই নারী।
এ বিষয়ে আতিকের দুলাভাই আরিফুল ইসলাম জানান, তাদের প্রেমের সম্পর্ক পরিবার জানে না। সেও (আতিক) বাড়িতে নেই। ফোনও বন্ধ। সে আসলে এ নিয়ে একটি সুরাহা করা হবে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মেল হক বলেন, সকালে অনশনের খবর পেয়ে সেখানে গেছিলাম। কিন্তু ছেলে অনুপস্থিত থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ছেলের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।