মিজানুর রহমান মিলন ,
স্টাফ রিপোর্টার :
সংসদীয় আসন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ-এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪-৭-২৫) কাহালুতে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনে তাঁর লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন ড. ফয়সাল পারভেজ।
সভায় তিনি বলেন, “নির্বাচন আমার জন্য ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং জনগণের সেবার সুযোগ হিসেবে আমি এটি দেখি। আমি চাই, সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে।”
অনুষ্ঠানে কাহালু উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।