গাবতলী (বগুড়া) থেকে : আমিনুল আকন্দঃ
জুলাই গণঅভ্যুথানের ধারাবাহিকতায় ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
এসময় জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, নবির হোসেন ও মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, হারুনুর রশিদ হারুন, মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, ডিসেন্ট আহম্মেদ সুমন, সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মোরশেদ আলামিন লেমন ও মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদৎ হোসেন খান সাগর, সহ-সাগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, আবু তালেব শাহিন, আবু তাহের খন্দকার, মিনহাজুল ইসলাম ও এমআর ইসলাম রাখু, কোষাধ্যক্ষ মোস্তফিজার রহমান রনজু, দপ্তর সম্পাদক এমএ পান্না, সগ-দপ্তর সম্পাদক আবু আছাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জুবাইদুর রহমান গামা, বিএনপি নেতা শফিকুল ইসলাম ভূধন, আতিকুর রহমান পিন্টু, শফিকুল ইসলাম শফিক, তরিকুল ইসলাম, আবুল কালাম, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম-আহব্বাহক রুহুল হাসান রুহিন, যুবদলের মহব্বত আলী, আব্দুর লতিফ, মিনাজুল ইসলাম, চঞ্চল রায়, শিপন মিয়া, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, পৌর মহিলাদলের সভাপতি সুরভী, স্বোচ্ছাসেবক দলের রাকিবুল হাসান হিরু, সুজাউদ্দিন, পবন সরকার, লেমন, ছাত্রদলের নাজমুল আহসান ডিটল, এসএম রাঙ্গা, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, তাসকিন, তাঁতি দলের রাশেদুল ইসলাম রাঙ্গা, জুয়েল, মৎস্যজীবী দলের আবু বক্কর সিদ্দিক, জাসাসের আরেফুর রহমান লিটন, অলক চৌধুরী উপস্থিত ছিলেন।
শেষে বিএনপির নেতারা শহীদদের কবর জিয়ারত করেন। পৌর বিএনপির উদ্যোগে একই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গাবতলীর ৩জন শহীদ জিল্লুর রহমান জিল্লু, শাকিল হাসান মানিক ও সাব্বির হাসানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন।