মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া হাইওয়ে সংলগ্ন প্রাণ কোম্পানির ডেইরী ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। ফার্মের ৯টি গাভীসহ নগদ টাকা লুট করেছে ডাকাত দল। শুক্রবার (৯ আগষ্ট) দিবাগত গভীর রাতে এই ডাকাতি সংগঠিত হয়।
ডেইরী ফার্ম সূত্রে জানা যায়, ১০থেকে ১৫ জনের একটি ডাকাত দল সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কর্মচারীদের মারধর করে। অস্ত্রের মুখে ৩টি রুমে আটকে রেখে ৯টি গরু এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর কোম্পানির এক কর্মচারী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।