গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গৃহবধূর থানায় মামলা, পুলিশ এক এনজিও কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত এনজিও কর্মী নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশ গ্রামের মোতালেব হোসেনের ছেলে সুজন মিয়া (২৭) বলে পুলিশ জানিয়েছে।
জানাযায়, ভুক্তভোগী গৃহবধূর সাথে গাবতলীর সারিয়াকান্দি রোডের জয়ভোগা নামক স্থানে
একটি এনজিও অফিসে ঋন নিতে গিয়ে ওই কর্মীর সাথে পরিচয় হয় ।
কিস্তির টাকা সংগ্রহ করতে ওই প্রবাসীর স্ত্রী শশুর বাড়ীতে সুজনের যাতায়াত ও তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। স্বামী প্রবাসে থাকায় এনজিও কর্মী সুজন তাকে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলে।
গত ৮ আগস্ট দুপুরে অফিসে মোবাইল ডেকে এনজিও কর্মী সুজন প্রবাসীর স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) গৃহবধু থানায় ধর্ষনের একটি মামলা দায়ের করেছেন, এর পেক্ষিতে এনজিও কর্মী সুজনকে গ্রেফতার করা হয়েছে । তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।