শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজা সহ চাচা ভাতিজা আটক। বৃহস্পতিবার (২১ আগস্ট)দুপুরে বগুড়ার শেরপুরের ছোনকাস্থ নাবিল হাইওয়ে রেস্তোরার সামনে স্থানীয় জনতার সন্দেহে চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লিটন শেখ (৪০) ও তার সম্পর্কে ভাতিজা মো. পলাশ (২৫)। তাদের বাড়ি রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর পশ্চিমপাড়া সরদারবাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই দুইজন রংপুর থেকে একটি যাত্রীবাহী বাসের যাত্রী হয়ে দুইটি ব্যাগ নিয়ে শেরপুরের ছোনকা এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে থানা-পুলিশ অবহিত করা হয়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল সিকদার বলেন, আটক ওই দুইজনের ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৮ কেজি। তারা দীর্ঘদিন ধরে এই মাদক কারবারি সাথে জড়িত বলে থানা পুলিশের কাছে স্বীকার করেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে।