এস আই হাবিব
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারে রাতের আঁধারে তোলা অবৈধ ঘর উচ্ছেদ করলেন পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপাদার।
২৪ আগষ্ট ২০২৫ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায় হাঠাৎ করে রাতের আঁধারে অলৌকিক ভাবে কালিবাড়ী বাজারে পান,চুন হাটিতে কে বা কাহারা অবৈধভাবে ঘর উত্তলন করে।এরি ধারাবাহিকতায় পান ব্যবসায়ী শ্রী রিপন,সাইফুল,রিপন,সুপারি ব্যবসায়ী সবুজ,আবুবক্কর সিদ্দিক,আব্দুর রশিদ,চুন ব্যবসায়ী নরেশ,সামছুল একটি লিখিত অভিযোগ নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন।
এই অভিযোগের ভিত্তিতে ২৬ আগষ্ট মঙ্গলবার বিকেলে এই উচ্ছেদ অভিযান করা হয়।
এসময় পৌর কর্মকর্তা বলেন।শুধু এ পান হাটিতেই নয় যার অবৈধভাবে দখল করে আছেন আগামী রবিবারের মধ্যে যদি তারা নিজেরা স্বইচ্ছায় চলে না যায় তাহলে তাদেরকেও একই ভাবে উচ্ছেদ করা হবে।