
অনলাইন ডেস্কঃ
কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাস একটি সচেতনতামূলক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা এবং নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার (২৭ আগষ্ট) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১০টি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-
১. শ্রম আইন মেনে অভিযোগ দাখিল কোনো কর্মী বকেয়া বেতন বা কোম্পানির সঙ্গে সমস্যায় পড়লে আইন অনুযায়ী Public Authority for Manpower বা Department of Domestic Labor এ অভিযোগ করতে হবে। কাজে অনুপস্থিত থাকা বা ধর্মঘট করা কুয়েতের আইনে দণ্ডনীয় এবং এতে চাকরি হারানো, ইকামা বাতিল হওয়া ও Absconding Case হতে পারে।
২. ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ নিষিদ্ধইকামায় উল্লিখিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করা সম্পূর্ণ অবৈধ। আইন ভঙ্গ করলে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশে ডিপোর্ট করা হয়।
৩. ভিসা ক্রয়-বিক্রয় অপরাধকুয়েতে ভিসা কেনা-বেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১,০৬,৭৮০ টাকা। এর বাইরে কোনো অর্থ লেনদেন বেআইনি।
৪. চুক্তিপত্র ও অধিকার সংরক্ষণচাকরিতে যোগদানের সময় কর্মীদের অবশ্যই চুক্তিপত্রে মেয়াদ, বেতন-ভাতা ইত্যাদি যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে।
৫. আকামা সংক্রান্ত আর্থিক লেনদেন অবৈধআকামা নবায়ন, ট্রান্সফার বা ছুটি গ্রহণে কোনো আর্থিক লেনদেন আইনসম্মত নয়।
৬. লেনদেনে লিখিত প্রমাণ জরুরিশুধু মৌখিক প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে টাকা লেনদেন আদালতে গ্রহণযোগ্য নয়। তাই সবসময় রশিদ বা প্রমাণ রাখতে হবে।
৭. ভিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহ নিষিদ্ধএগুলোকে গর্হিত কাজ হিসেবে গণ্য করা হয় এবং আইনগত শাস্তির আওতায় আনা হয়।
৮. ট্রাফিক আইন মেনে চলাগাড়ি চালানোর সময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মানা ও মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে।
৯. অপরাধী চক্র থেকে সাবধানএটিএম বা আর্থিক জালিয়াতি চক্রে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
১০. মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকাকুয়েতের কারাগারে আটক অধিকাংশ বাংলাদেশি মাদক সংক্রান্ত অপরাধে জড়িত। তাই মাদক পরিবহন, বিক্রয় বা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।