এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ
পার্টনার প্রোগ্রামের আওতায় ৫০ জন কৃষকদেরকে নিয়ে ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় ।
এ সময় কৃষকদের সাথে আমন মৌসুমে সবচেয়ে ভালো জাত ব্রি ধান১০৩ এর বৈশিষ্ট্য জীবনকাল ও ফলন নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এই বীজ সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয় । ব্রি ধান১০৩ আমন মৌসুমে স্বল্প জীবনকালীন ধান হওয়ার এই ধান আবাদ শেষে খুব সহজেই সরিষা, গম, ভুট্টা, আলু বা আগাম শীতকালীন শাকসবজি আবাদ করা যায়।
বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: এখলাস হোসেন সরকার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোছা: সারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সুলতানা ফেরদৌসীসহ সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী, কৃষক ও কৃষানীবৃন্দ।