
এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে আউশ
ধানের প্রদর্শনী নমুনা শস্য কর্তন। ব্রি ধান৯৮ একটি স্বল্প জীবনকালীন জাত। এই জাতের ফলন ৫.০৯- ৫.৮৭ টন/ হে:। এই জাতের জীবনকাল ১১২ দিন।
এ জাতটির জীবনকাল স্বল্প হওয়ায় আউশ মৌসুমে এই ধান আবাদ করার পর আমন ধান আবাদ করা যায় । বৃষ্টি নির্ভর ফসল হওয়ায় সেচ খরচ লাগেনা। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের কুটুরবাড়ী ব্লকে মন্ডলধরন গ্রামে
আউশ ধানের প্রদর্শনী নমুনা শস্য কর্তনের সময় উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত উপপরিচালক( উদ্ভিদ সংরক্ষণ ) মো: এখলাস হোসেন সরকার, অতিরিক্ত উপপরিচালক( উদ্যান)
মোছা: সারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সুলতানা ফেরদৌসীসহ সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।