দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মৎস্য চাষী সমবায় সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও ধীর গতিতে মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তালোড়া মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যগণ ও মৎস্য পরিবহনের চালকগণ অংশ নেয়। ফুটবল ম্যাচ পরিচালনা করেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম আব্দুল মাহাবুব রিন্টু।
এসময় সমিতির সভাপতি ও তালোড়া আলতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইললাম টুটুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী সাখিদার, উপদেষ্টা আব্দুল গোফ্ফার আকন্দ লুটু, রাকিবুল হাসান রাকিব, শহীদুল ইসলাম সহ মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যগণ, মৎস্য পরিবহন চালকগণ, মৎস্য শিকারীগণ এবং ফুটবল প্রেমী দর্শকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ প্রীতি ফুটবল ম্যাচে তিনটি দল অংশ নেয়। এদিন সকাল ১০ টায় মৎস্য পরিবহন চালক ও মৎস্য শিকারীগণের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে মৎস্য পরিবহন চালক দল বিজয়ী হয়। বিকালে মৎস্য পরিবহন চালকগণের সঙ্গে মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যদের মধ্যে চূড়ান্ত এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে এ খেলা চললেও কোন পক্ষই গোল না করায় অমীমাংসিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচের পূর্বে ধীর গতিতে মোটর সাইকেল খেলা অনুষ্ঠিত হয়।