দুপচাঁচিয়ায়( বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও শিক্ষা অনুরাগী এবং সর্বজনপ্রিয় মানুষ লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী প্রদান করেছেন।
লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আত্মপ্রকাশ করে গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উন্নয়নের যে দর্শন স্থাপন করেছিল, তা আজও আমাদের অনুপ্রেরণার মূল ভিত্তি। বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমি দলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপি আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে কাজ করার আহ্বান জানান।