গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-গাবতলী উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে শ্রী চঞ্চল কুমার দেব আহ্বায়ক,শ্রী রতন চন্দ্র দাস যুগ্ম-আহ্বায়ক,শ্রী লক্ষণ চন্দ্র পাল,যুগ্ম-আহ্বায়ক,শ্রী সুমন কুমার সরকার,যুগ্ম-আহ্বায়ক,শ্রী স্বপন কুমার রায়
যুগ্ম-আহ্বায়ক,শ্রী মন মোহন সরকার,যুগ্ম-আহ্বায়ক
শ্রী পলাশ চন্দ্র পাল,যুগ্ম-আহ্বায়ক, প্রশান্ত পাল,যুগ্ম-আহ্বায়ক,সুষেন চন্দ্র রায়,যুগ্ম-আহ্বায়ক
চঞ্চল রায়,যুগ্ম-আহ্বায়ক,সুশান্ত চন্দ্র সরকার,যুগ্ম-আহ্বায়ক,পবিত্র রায়,যুগ্ম-আহ্বায়ক
মানিক চন্দ্র প্রধান,যুগ্ম-আহ্বায়ক,প্রদীপ কুমার ঘোষ টুটনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ১৫ সেপ্টেম্বর অনুমোদন সুপারিশ করেছেন বগুড়া জেলা কমিটির সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার চন্দন, অনুমোদন দিয়েছে, জেলা কমিটির আহবায়ক অতুল চন্দ্র দাস।