এস আই সুমন, স্টাফ রিপোর্টার:
বগুড়াঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থান উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য তালিকা অন্তর্ভুক্ত হলেন, মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মৃত আব্দুল হামিদ এর বড় পুত্র শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হিরু। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি দাতা সদস্য হিসেবে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ফান্ডে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের নিকট তার প্রতিনিধিদের মাধ্যমে ৫০হাজার টাকার একটি চেক প্রধান করেন। এ বিষয়ে হাফিজুর রহমান হিরু বলেন, যেহেতু মহাস্থান উচ্চ বিদ্যালয় আমার আঙ্গিনায়। এ বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন ও উপজেলার ভিতর একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য নিয়ে এগোতে চাই। তিনি আরও বলেন,
মহাস্থান উচ্চ বিদ্যালয় ১৯৬৮ সালে প্রতিষ্ঠার আজ ২০২৫ সাল ইতিহাসে বিদ্যালয়ে একক ভাবে কেউ দাতা সদস্য হিসাবে সহযোগিতা করেছে নাকি আমার জানা নেই। আমি চেষ্টা করবো মহাস্থান উচ্চ বিদ্যালয় উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করার।
সম্প্রতি তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে ৫০ হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে মহাস্থান ইতিহাস হয়ে থাকবে।
এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এ বিষয়ে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, সমাজ সেবক হাফিজুর রহমান হিরু শিক্ষানুরাগ, দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় হয়ে দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে আগামীর পথ চলায় সমৃদ্ধ হবে।