1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-৩ আসনে বিএনপির দুর্গ ভেঙ্গে দিতে চায় জামায়াত! চঞ্চল আহবায়ক টুটন সদস্য সচিব  বগুড়ার গাবতলীতে পূজা উদযাপন ফ্রন্টের  কমিটি গঠন গাবতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ! বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলের  গলা কাটা লাশ উদ্ধার! পলাশবাড়ীতে পারিবারিক দ্বন্দ্ব  ভিন্ন খাতে নিতে শ্রমিকদল নেতার বিরুদ্ধে  মিথ্যা চাঁদাবাজির অভিযোগ! ধুনটে বিয়ের প্রতিশ্রুতিতে জর্ডান ফেরত এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার! বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু, উদ্ধার তৎপরতা চলছ! বগুড়ার গাবতলীতে ইউপি সদস্য সুলতান গ্রেফতার কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন দুপচাঁচিয়ায় কৃতি সন্তান লায়ন রিপন! বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মাহিদুল ইসলাম গফুরের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ !

বগুড়া-৩ আসনে বিএনপির দুর্গ ভেঙ্গে দিতে চায় জামায়াত!

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:আদমদীঘি ও দুপচাঁচিয়া এই দুই উপজেলা নিয়ে গঠিত  বগুড়া-৩  সংসদীয় আসন ।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই এই আসনে যে কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে তার প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেছে বিএনপি। বরাবর বিএনপির জয়লাভকরে আসা এই আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে প্রথম বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন মরহুম আব্দুল মজিদ তালুকদার। তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনবার  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তাঁর পুত্র মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি দুইবার ধানের শীষ মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৮৬ জন। এর মধ্যে আদমদীঘি উপজেলার পুরুষ ভোটার ৮৬ হাজার ২৬৬, নারী ৮৫ হাজার ৪৩০ মোট ১ লাখ ৭১ হাজার ৬৯৬ জন। অন্যদিকে দুপচাঁচিয়া উপজেলায় পুরুষ ভোটার ৭৭ হাজার ৯৭৮, নারী ৭৮ হাজার ৪১১ ও তৃতীয় লিঙ্গের ১ জনসহ মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩৯০ জন।

বর্তমানে এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী একজন। গণসংযোগ, জনসভা, সামাজিক কার্যক্রম, উঠান বৈঠকসহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন এই আসনের প্রতিটি দলেরই মনোনয়ন প্রত্যাশীরা।

বগুড়া-৩ আসনে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিএনপি থেকে মোট মনোনয়ন প্রত্যাশী ০৯ জনের নাম শোনা গেছে। এর মধ্যে আদমদিঘী উপজেলায় ০৬ জন ও দুপচাঁচিয়া উপজেলায় ০৩ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

আদমদীঘি উপজেলা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ০৬ জন তাঁরা হলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও আদমদিঘী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ঢাকা উত্তর মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সান্তাহার পৌর বিএনপির সদস্য লায়ন ফরিদ আহমেদ, বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান।

দুপচাঁচিয়া উপজেলা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ০৩ জন তাঁরা হলেন, বগুড়া শহর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু,  কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাবেক ছাত্রনেতা লায়ন মো: তারিকুল ইসলাম রিপন ও বগুড়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান খান মুক্তা।

অন্যদিকে বগুড়া ৩ আসনে জামায়াত মনোনীত একক  প্রার্থী দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের। বর্তমানে এ আসনে জামায়েতের একটি শক্তিশালী ভোটব্যাংক দর্শনীয় প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে বিজয় পেতে পারে জামায়াত।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির তেমন তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি।

বগুড়া-৩ আসনের  আদমদিঘী ও দুপচাঁচিয়া  উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে , এই আসনটি বরাবরই বিএনপির দখলে  ছিল, এ আসনটিতে  বিএনপি সমর্থিত ভোটার সংখ্যা বেশি কিন্তু বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হওয়ায় কমতে পারে দলগত জনপ্রিয়তা। বিএনপি যদি  জনপ্রিয় এবং ক্লিন ইমেজের প্রার্থী মনোনীত না করে এবং  প্রার্থী বাছাই করতে ভুল করে  তাহলে ঘটতেও পারে বড় কোন দুর্ঘটনা। জামায়েতের কাছে হেরে যেতে পারে বিএনপির দূর্গখ্যাত বগুড়া -৩ এই আসনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট