মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার :
অদ্য বিকেল ৩.০০ ঘটিকায় টিটু মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত ছাত্র শিক্ষক পেশাজীবী সমাবেশে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী পদবী উপহার দিয়েছেন, তাদের ৩৩% পদোন্নতির ব্যবস্থা করেছেন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ গ্রেড প্রদান সহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়েছেন। অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলীদের জীবন-মান উন্নয়নে বিএনপি সবসময়ই ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে ছিলো। ডিপ্লোমা প্রকৌশলীদের আজকে যে সামাজিক মর্যাদা, অর্থনৈতিক উন্নয়ন এগুলো সবই বিএনপির অবদান উল্লেখ করে রেজাউল করিম বাদশা আরও বলেন, আগামী নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যয়সঙ্গত সকল দাবী বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহবায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মেঃ মোশারফ হোসেন, সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বীট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত, টিএমএস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি,আর,এম মাসুদ রানা, আইআইটিবি’র উপাধ্যক্ষ মোঃ জামিউল ইসলাম,বগুড়া জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক, প্রকৌশলী সৈয়দ মেঃ আব্দুল আজিজ, আইডিইবি’র কেন্দ্রীয় নেতা প্রকৌশলী পারভেজ মোশারফ রাঢ়ী এবং প্রকৌশলী মোঃ তুহিনুজ্জামান তুহিন। বগুড়া জেলা আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক ফজর আলী লিটন। সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের এই সমাবেশে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।