আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। আমার জন্মদিন , জীবন থেকে হারিয়ে গেলো আরও একটি বছর । এই বিশেষ দিনে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ তায়ালা যেন জীবনের সামনের দিন গুলো সহজ ভাবে পাড়ি দেওয়ার তৌফিক দান করে দেন ।
আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই মানবসেবা, সাংবাদিকতা এবং ন্যায়ের পথে। আমি বর্তমানে দৈনিক "প্রতিদিন সংবাদ " সাপ্তাহিক "আজকের শেরপুর " সহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের শাজাহানপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
জন্মদিনে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দেন।
নিবেদকঃ
মোঃ মিজানুর রহমান মিলন
পিতা: মোঃ জাহিদুর রহমান( আমেরিকান)
গ্রাম: ফুলকোট মন্ডলপাড়া
পোস্ট: ডেমাজানী
উপজেলা: শাজাহানপুর
জেলা: বগুড়া।
মোবাইল :০১৭১৪-৩১৪৫৫৭, ০১৭৪১৫১১০৪৯
Today is my birthday, another year has passed from my life, I ask everyone to pray that Almighty Allah will grant me the ability to pass the days ahead of me with ease,Amen.