দুপচাঁচিয়া (বগুড়া)প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনায় অসহায় ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। এর অংশ হিসেবে গত ২৪সেপ্টেম্বর বুধবার বিকেলে তালোড়ার তাল্লা মহল্লায় ছুটে গিয়ে কিডনি রোগী মুনছুর আলীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি সবুজ দেওয়ান, ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, তালোড়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাক আহমেদ, আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, যুবদল নেতা জাহিদ হাসান রুস্তম, আব্দুস সালাম, কাজী ইলিয়াস কল্লোল, সবুজ সেখ, রিয়াদ সরদার,ইকবাল হোসেন হিরো, আলামিন মন্ডল সান, তালোড়া পৌর যুবদলের আহবায়ক ইন্দা, পৌর যুবদল নেতা হাসিনূর হাসান দিপু, পিন্টু, ইরফান আলী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রাফি প্রমুখ।
এর আগে তালোড়া দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য দেন ও কুশল বিনিময় করেন জেলার নেতৃবৃন্দ।