বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার সদর উপজেলার নামুজা বন্দরের কলেজ রোডে অবস্থিত নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুল কর্তৃক আয়োজিত মা সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের পরিচালক সাবেক জেলা খাদ্য কর্মকর্তা জনাব,মো: শামসুল হুদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নামুজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মো: রাসেল আহমেদ, নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোফাচ্ছের ইসলাম শাকিল, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিন সংবাদ এর সম্পাদক, সাংবাদিক সামিউল ইসলাম সাগর, ম্যানেজিং কমিটির সদস্য মো: মোশাররফ হোসেন তালুকদার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: জহুরুল ইসলাম, মো: আফতাব হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, মো: মাহমুদুর রহমান সহ আরও অনেকে।
মা সমাবেশ শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ও মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে শিশু নৃত্য পরিবেশিত হয়।