গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ২ অক্টোবর বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গাবতলী উপজেলা জাসাস এর সভাপতি আরেফুর রহমান লিটন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরেফুর রহমান লিটন বলেন—
“আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এ দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই সমান নাগরিক।”
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রীতির বন্ধনে একত্র হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জাসাস গাবতলী উপজেলা শাখার সহ সভাপতি ইমরান হোসেন রিপন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাগর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, জাসাস নেতা নজরুল ইসলাম, মিন্টু মিয়াসহ আরো অনেকে।