বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ছোট কুমিড়া সরদারপাড়া (ইজতেমার মাঠ সংলগ্ন) মাঠে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও জনসাধারণের মধ্যে টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোঃ আলফাজ উদ্দিন (ইমন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা (মাসুদ)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রানা মন্ডল, মোঃ রনি মন্ডল, মোঃ বাবুল ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর সরদার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুনসুর খলিফা, মোঃ আফতাব হুজুর, মোঃ মোমিন সরদার, মোঃ মতি শেখ, মোঃ সুমন সরদার, মোঃ আইনুর মোল্লা, মোঃ ইব্রাহীম মন্ডল, মোঃ রাসেল শেখ, মোঃ রিয়াজ মন্ডল, মোঃ আইয়ুম সরদার, মোঃ আজিজুল হক (বুলবুল), মোঃ ফজলে রাব্বী, মোঃ মজনু সরদার, মোঃ কালাম সরদার।
ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ রানা (মাসুদ) বলেন,
“খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক থেকে দূরে রাখে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে। আমি আশা করি নিউ ফাইভ স্টার ক্লাবের এ উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।”
নিউ ফাইভ স্টার ক্লাব জানিয়েছে, ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে স্বাস্থ্যসম্মত ও মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।
ফাইনাল খেলায় দর্শক ও খেলোয়াড়রা উদ্দীপনা ও উত্তেজনার সঙ্গে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।