গাবতলী(বগুড়)প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে নারী নির্যাতন ও যৌতুক মামলা তুলে না নেয়ার গৃহ বধুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হামিদপুর খলিশাকুড়া গ্রামে।
জানাগেছে উপজেলার হামিদপুর খলিশাকুড়া গ্রামের আলম মিয়ার মেয়ে আশা খাতুনকে গত ২০১৬ সালে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহিন মিয়ার সাথে পারিবারিক সমঝোতার ভিত্তিতে বিবাহ দেয়। বিবাহের পর তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সংসার চলাকালে আলম মিয়া বিভিন্ন সময় যৌতুক দাবী করে, গত ২০২২ সালে আবারো যৌতুকের দাবী করলে তা দিতে অস্বীকার করলে আশাকে তার স্বামি মারপিট করে করে আহত করে, এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করে। এরপর তাদের উভয়ের মধ্যে তালাক হয়,চলতি বছরের ২৬ সেপ্টেম্বর রাতে আশা নাবিলা ক্লিনিক থেকে বাড়ী ফেরার পথে উপজেলা পরিষদ গেটে আসামীরা তার পেটে ছুরিকাঘাত করলে পেট থেকে ভুরি বাহির হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে নিয়ে গেলে শারিরীক অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আলম মিয়া বাদী হয়ে একই গ্রামের শাহিন মিয়া, নাঈম মিয়া ও শাহিনুর বিবিকে আসামী করে গত ১ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করেছে,যাহার নং-০১।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আসিফ ইকবালের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন রিসিভ না হওয়ায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।