মাহফুজ মন্ডল, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
রোববার (৫ অক্টোবর) শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এই নাটকীয় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। হাতকড়া পরানোর পর থানায় নিয়ে যাওয়ার পথে রাজুর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই আল মামুন ও কনস্টেবল রুবেল আহত হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এখন পর্যন্ত নারীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “শিগগিরই রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।”
তবে, এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।
এদিকে, হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।