এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
“মানবতার সেবাই আমাদের অঙ্গীকার”— এই মূলমন্ত্রকে ধারণ করে বগুড়া ব্লাড ডোনার্স ক্লাব তাদের গৌরবময় ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এই আয়োজনকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন জামে মসজিদ ও মাদ্রাসায় একত্রে দোয়া অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ দেশ, জাতি এবং মানবতার কল্যাণে দোয়া প্রার্থনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান শাহিন।
তিনি বলেন,“মানবতার সেবাই সর্বোত্তম ইবাদত। রক্তদানের মাধ্যমে মানুষ জীবনের নতুন আলো পায়। বগুড়া ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিটি সদস্য মানবতার সৈনিক হিসেবে কাজ করছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমি সংগঠনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই কামনাই করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুনায়েদ হোসেন, মাননীয় উপদেষ্টা মো:শোহিদ
ইসলাম, সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক রিদয় ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহিদ ইসলাম, সদস্য রাসেল, ইনসান, সাদিকুল, মিজু, মিস্টার, আবদুল্লাহ, রাকিব, সোহান ও আরমান প্রমুখ।
দোয়া মাহফিলে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য, সকল রক্তদাতার সুস্বাস্থ্য এবং মানবতার সেবায় ক্লাবের অগ্রযাত্রা আরও বেগবান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের পাশাপাশি ভবিষ্যতে সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।