1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার ৫টি আসনে ধানের শীষের চুড়ান্ত নমিনিদের শুভেচ্ছা ও অভিনন্দন! গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গনপিটুনিতে নিহত তিন জনের পরিচয় মিলল! টঙ্গীতে ভিয়েলাটেক্স গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!  ‎ ৬ বছরে পদার্পণ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত! স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে”— মীর শাহে আলম নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার! গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৩ চোরের মৃত্যু! বগুড়া শাজাহানপুরে দীর্ঘ ৩০ বছর বিনা পারিশ্রমিকে মসজিদের দায়িত্ব পালনকারী মুয়াজ্জিন নবীর উদ্দিনের ইন্তেকাল! ‎মাহমুদুর রহমান মান্নার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে নাগরিক ছাত্র ঐক্য! গোবিন্দগঞ্জে দুই মাস ধরে চাল চুরি, অবশেষে হাতেনাতে চোর আটক করলেন ব্যবসায়ী!

শাজাহানপুরে কুচক্রী মহলের ইন্ধনে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন! 

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের  প্রাণকেন্দ্র ডেমাজানীতে বন্দরে  অবস্থিত বলিহার রাজবাড়ী খ্যাত  কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার(১৪ অক্টোবর ২০২৫)  বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায়  এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করেন।

মানববন্ধনে  সরকারি কমরউদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল  কলেজের অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিকের  সভাপতিত্বে এবং বিএনপি নেতা  আবু শাহীন সানির সঞ্চালনায়   সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ডা. মেহেরুল আলম মিশু, বিপুল রানা মোল্লা, এম আর মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, নাইস, রাব্বি, আব্দুর রহিম, হামিদ, রুবেল, আপেলসহ উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হলে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে যারা বাঁধা প্রদান করছে তাদের কে  দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।

বক্তারা আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করে কেউ পার পাবে না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে ভূমি অফিস নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরুর কথা রয়েছে । মানববন্ধনে অংশ গ্রহনকারী সাধারণ মানুষের সাথে কথা বলে যায়, কিছু কুচক্রী মহল  সাধারণ মানুষের সুযোগ সুবিধার  কথা চিন্তা না করে  তাদের ব্যাক্তিগত সার্থ হাসিল করার জন্য ভূমি অফিস নিজ এলাকায় নিয়ে যেতে চায় , তারা আরোও বলেন,  আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো ডেমাজানী বন্দর।  যোগাযোগ ব্যস্হা  থেকে শুরু করে সব দিক থেকে বিবেচনা করে  ডেমাজানী তে ভূমি অফিস নির্মান করা হলে   সার্বিক ভাবে সবার  জন্য ভালো হবে ইনশাআল্লাহ ।এ জন্য প্রশাসনের  সুদৃষ্টি কামনা করেন তারা ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট