দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজারের চারমাথায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি ও হত্যার ঘটনার মূল হোতা জুয়েল সহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো:
১.দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬),২.শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯),৩.কাহালু উপজেলার পগুইল গ্রামের নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) এবং ৪.দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সাবলা গ্রামের হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)।
ডিবি পুলিশের তথ্যমতে,বাহালুল প্রামানিক রাজুর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ৪টি মামলা, ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির ১টি মামলা, আর জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
ডাকাতি ও হত্যার ঘটনার বিবরণ:
১৭ই অক্টোবর শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে সাত জনের একটি ডাকাতদল হিমু পোদ্দার আগরওয়ালা(৬২) এর বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যা করে পালিয়ে গেছে।
হিমু পোদ্দারের বাড়ির সদস্যদের নিকট থেকে জানা যায়, ১৭ই অক্টোবর শুক্রবার আনুমানিক রাত ২. ৩০ মিনিটে ডাকাতরা ঘরের টিনের চাল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। ডাকাতরা বাড়ির সদস্যদের নিকট থেকে সিন্দুকের চাবি নিয়ে প্রায় তিন লক্ষ টাকা, স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র করে নিয়ে যায়।
ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দার (৬৭) কে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করে। ভোর সাড়ে ৪টার দিকে ডাকাতদল লুট করা টাকাপয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
ডাকাতি হওয়া ওই বাড়িতে পাঁচ ভাইবোন একসাথে বসবাস করতেন। তাঁরা দীর্ঘদিন যাবত তালোড়া বাজারে চাল, ভূষি ও চিটা লালীর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা সবাই অবিবাহিত, অসুস্থ এবং তাদের মধ্যে দুজন শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানা গেছে।
ডিবি পুলিশের অভিযান:
ঘটনার পরপরই বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির টিম দ্রুত অভিযান চালায়। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল হোতা জুয়েল প্রাংসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে লুণ্ঠিত ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং নিহত বিমলা পোদ্দারের মোবাইল ফোনসহ দুটি লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।