
এস এম সালমান হৃদয়, বগুড়া:
বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সন্তান মোঃ মুরাদ হোসেন মধু বর্তমানে কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে তিনি এক উদীয়মান ও প্রেরণাদায়ী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে।
তার নেতৃত্বে কাহালু উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলের কার্যক্রম প্রাণ ফিরে পেয়েছে। রাজনৈতিক দূরদৃষ্টি, সাহসিকতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি সবসময় তরুণ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কাজ করছেন।
মুরাদ হোসেন মধু দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই ছাত্রসমাজকে মুক্তচিন্তার পথে পরিচালিত করতে পারে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাহসিকতা ও দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন।
দিনরাত পরিশ্রম করে তিনি ছাত্রদলের প্রতিটি ইউনিটে নতুন নেতৃত্ব তৈরি করছেন এবং গণমানুষের কাছে বিএনপির নীতিমালা পৌঁছে দিচ্ছেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তিনি “ডোর টু ডোর” কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত সভা, মতবিনিময় ও সাংগঠনিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেনের নির্দেশে তিনি মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও গতিশীল করে তুলেছেন। কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান ভাটা, সাধারণ সম্পাদক আ. খ. ম. তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও আব্দুল করিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ছাত্র রাজনীতিতে এক আদর্শিক শক্তি হয়ে উঠেছেন।
মুরাদ হোসেন মধু বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ জিয়ার আদর্শ আর তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরবে। ছাত্রদল হবে সেই পরিবর্তনের অগ্রভাগের শক্তি।”
তার নেতৃত্বে আজ কাহালু উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও গতিশীল— যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা