গাবতলী প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ও সঞ্চালনায় জামাল উদ্দিন সুমন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান রঞ্জু, সহ-সভাপতি আব্দুল মজিদ ও সাদেক হোসেন, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, ইউপি প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, শিক্ষক কান্তি ভোষন রায় ও আজিজার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহরুফ সম্রাট, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রয়েল, যুবদল নেতা হযরত আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিমান্ত হাবিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলমগীর, মহিলা দলের নেত্রী সাথী আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে চলমান অন্যায়-অবিচার, দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আসন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং গাবতলীতে বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।