
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের ব্যবসায়ী হেমচাঁদ পোদ্দার হিমুর বাড়িতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি ও খুনের ঘটনায় আইন সহায়তা কেন্দ্র (আসক) দুপচাঁচিয়া উপজেলা কমিটির পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ‘আসক’ দুপচাঁচিয়া উপজেলা কমিটির উপদেষ্টা প্রবীর কুমার মন্ডল, আকবর হোসেন, দেবব্রত মন্ডল বাপ্পী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হান্নান, সদস্য দিনেশ চন্দ্র শীল প্রমূখ।