1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার ৫টি আসনে ধানের শীষের চুড়ান্ত নমিনিদের শুভেচ্ছা ও অভিনন্দন! গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গনপিটুনিতে নিহত তিন জনের পরিচয় মিলল! টঙ্গীতে ভিয়েলাটেক্স গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!  ‎ ৬ বছরে পদার্পণ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত! স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে”— মীর শাহে আলম নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার! গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৩ চোরের মৃত্যু! বগুড়া শাজাহানপুরে দীর্ঘ ৩০ বছর বিনা পারিশ্রমিকে মসজিদের দায়িত্ব পালনকারী মুয়াজ্জিন নবীর উদ্দিনের ইন্তেকাল! ‎মাহমুদুর রহমান মান্নার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে নাগরিক ছাত্র ঐক্য! গোবিন্দগঞ্জে দুই মাস ধরে চাল চুরি, অবশেষে হাতেনাতে চোর আটক করলেন ব্যবসায়ী!

বগুড়ার শেরপুরে গৃহবধূর বিষপানে আত্মহত্যাঃ স্বামী সহ পরিবারের সবাই পালিয়ে গেছে! 

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে মুক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধুর মৃত্যুর পর স্বামী ও পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে গেছে। উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মৃতা মুক্তা ওই গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই পরিবারের সবাই লাশ রেখে ঘর থেকে উধাও হয়ে যায়।

মুক্তার ভাই মাসুদ জানান, রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশীরা ফোন করে তাকে জানায়, তার বোন মুক্তা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি তখন মুক্তার স্বামী ইয়াসিনের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিবেশীরা জানান, তারা সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে রাত একটার দিকে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইয়াসিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, মুক্তা ও ইয়াসিনের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো। কিছুদিন আগেও পারিবারিক ঝগড়ার কারণে মুক্তা বাবার বাড়িতে চলে এসেছিলেন। পরে পরিবারের মধ্যস্থতায় তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুক্তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট