
এস এম সালমান হৃদয়, বগুড়া:
বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামের অটোরিকশা চালক হারুনুর রশিদ কিছুদিন আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই পা ভেঙে ফেলেন। বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন।
২৪ অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের কয়েকজন সদস্য তাকে দেখতে পাতাঞ্জো গ্রামে যান। তারা হারুনুর রশিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, দুর্ঘটনায় আহত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মানবিক এই উদ্যোগে স্থানীয়রা নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির প্রশংসা করেছেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।