এসএম সালমান হৃদয়, বগুড়া
বগুড়া জেলা সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় এর পুরাতন ভবনের ইট, টিন, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকায় দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ না করে চিহ্নিত কয়েকজন ব্যক্তিকে চিঠির মাধ্যমে নামমাত্র মূল্যে নিলামে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। এতে বিদ্যালয়ের সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রধান শিক্ষকের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সরজমিনে দেখা যায়, বিদ্যালয়টির পুরাতন ভবন ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। ভবনের ইট, টিন ও লোহার অ্যাঙ্গেল সরিয়ে নেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান। তারা বলেন, “বিদ্যালয়ের সম্পদ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি, কিন্তু এখানে পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান মোবাইল ফোনে বলেন,
“আমরা সম্পূর্ণ যথাযথ নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে কাজটি সম্পন্ন করেছি। এখানে কোনো অনিয়ম হয়নি, বরং প্রশাসনের নির্দেশনা অনুসারেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
তবে দরপত্রটি পত্রিকায় প্রকাশ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতির বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সচেতন এলাকাবাসী মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছেন—
ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
বর্তমানে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।