
তারিক আল মুরশিদ গাজীপুর থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই র্যালি টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ও র্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য রাজীব বিন শহীদ রিগান। তার গতিশীল নেতৃত্বে র্যালিটি সফলভাবে সম্পন্ন হয় এবং নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র্যালিতে যুবদলের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে টঙ্গীর পরিবেশ প্রাণবন্ত করে তোলেন। দলের আদর্শ ও আগামীর আন্দোলন-সংগ্রামের বার্তা ছড়িয়ে দিতেই এই র্যালির আয়োজন করা হয়।
নেতৃত্ব প্রসঙ্গে রাজীব বিন শহীদ রিগান বলেন, “যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থেকে কাজ করে যাবো।”
র্যালিতে রাজীব বিন শহীদ রিগান ছাড়াও উপস্থিত যুবদল নেতা আশরাফ আলীসহ আতিক,মামুন ভুইয়া ও মাসুদ রানা।এছাড়াও স্থানীয় ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে নেতৃবৃন্দ যুবদলের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।