
মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ,(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে টানা দুই মাস ধরে চাল চুরি করে গোডাউন ফাঁকা করে ফেলেছিল এক যুবক। অবশেষে টনক নড়ার পর নিজেই চোরকে হাতেনাতে ধরে ফেললেন চাল ব্যবসায়ী আজিজুল হক।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃত চোরের নাম মাহফুজ আলী (৩৮)। তিনি একই এলাকার সামছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পেশায় একজন চোর। সে নিয়মিত রাতের আঁধারে স্থানীয় চাল ব্যবসায়ী আজিজুল হকের গোডাউন থেকে ১-২ বস্তা করে চাল চুরি করে আসছিল। পরে চুরিকৃত চাল খোলা চাল হিসেবে বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করত এবং সেই অর্থ দিয়ে মাদক সেবন করত।
এভাবে দুই মাসে প্রায় ৬০ থেকে ৭০ বস্তা চাল চুরি হয় গোডাউন থেকে। বিষয়টি ব্যবসায়ী আজিজুল হক প্রথমে বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন, তাঁর ছেলেরা চাল বিক্রি করেছে; অন্যদিকে ছেলেরা ধারণা করেছিল, বাবা বিক্রি করেছেন। এভাবেই ভুল বোঝাবুঝির ফাঁকে চোরের চুরি চলতে থাকে।
অবশেষে চালের হিসাব মিল না পাওয়ায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আজিজুল হক নিজেই নজরদারি শুরু করেন। গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে দুই বস্তা চালসহ মাহফুজ আলীকে গোডাউনের ছাদের ওপর হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় চোরকে পুলিশের হাতে তুলে দেন।
ভুক্তভোগী চাল ব্যবসায়ী আজিজুল হক বলেন,
“আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। আমার অনুপস্থিতিতে স্ত্রী ও দুই ছেলে দোকান সামলায়। তাই গোডাউনের হিসাব নিয়মিত দেখা হয়নি। মাসখানেক ধরে ভবনে নির্মাণ কাজ চলছে, ছাদের সিঁড়িতে দরজা না থাকায় চোর সেই পথেই চাল চুরি করত। রাত জেগে ধরার পর জানতে পারি, সে প্রায় দুই মাস ধরে চাল চুরি করে বিক্রি করছিল।”
গোবিন্দগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, চোর মাহফুজ আলীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।