1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাহমুদুর রহমান মান্না ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের!  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির গণদোয়া! বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ! তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান! সাধারণ মানুষের আস্হা অর্জনে ব্যস্ত  শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন!  নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরার যোগদান!  আলেম মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া! ​গোবিন্দগঞ্জে হিরোইন-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার! গোবিন্দগঞ্জের কাটাখালী স্মৃতিস্তম্ভে জঙ্গল, নেই রক্ষণাবেক্ষণ! গোবিন্দগঞ্জে গলাকাটা ও মাথা থেঁতলানো চা বিক্রেতার লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবক আটক!

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার!

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

 

অনলাইন ডেস্ক :

জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে পানিতে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (৮) নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত বৈশাখী আক্তার চর ভাটিয়ানি কাইজের বাড়ী এলাকার আবুল হোসেনে মেয়ে। বিষয়টি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল বৈশাখী আক্তার। রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পাঁচ শিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে শিশু পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন। পরদিন শনিবার দুপুরে ওই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ বৈশাখীর সন্ধান করতে না পেরে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিস।আজ রোববার সকালে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে ওঠে।

সিধুলি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী নান্টু বলেন, শুক্রবার ও শনিবার দুই দিন ৪ জনের মরদেহ পাওয়া যায়। একজন নিখোঁজ ছিল। রোববার সকালে যেখানে মারা গেছে তার দক্ষিণ দিকে শিশুটির লাশ ভেসে ওঠে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সকালে বৈশাখী আক্তার নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঝিনাই নদীতে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় সর্বশেষ শিশুর মরদেহও উদ্বার হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট