মিজানুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চুড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। "ধানের শীষ" প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া এই পাঁচ নেতাকে শুভ কামনা জানানো হয়েছে।
মনোনয়নপ্রাপ্ত নেতারা হলেন:
গাইবান্ধা - ১ (সুন্দরগঞ্জ): ডা: জিয়া
গাইবান্ধা - ২ (সদর): আনিসুজ্জামান খান বাবু
গাইবান্ধা - ৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর): ডঃ ময়নুল হাসান সাদিক
গাইবান্ধা - ৪: শামিম কায়সার লিংকন
গাইবান্ধা - ৫: ফারুক আলম সরকার।
স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এই প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সক্ষম হবেন।