স্টাফ রিপোর্টার :
বগুড়া জেলার কাহালু উপজেলায় সৎ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মিলন ওরফে টাইগার মিলন(৩০)নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর/২৫) বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় কাহালু উপজেলা সদরের উপজেলা পশু হাসপাতালের সামনে।
নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকা এলাকার আমজাদ হোসেনের ছেলে। জানা গেছে টাইগার মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে(৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করত।
কিন্তু মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোন ভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি।এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সাথে শামীমের বিবাদ লেগেই থাকত।
বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে সৎ বাবা টাইগার মিলনকে কোপ দিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে
রাত সাড়ে ৯টার দিকে মিলন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মিলন মারা যাবার পরপরই বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে অভিযুক্ত শামীম হোসেন কে গ্রেফতার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিলনের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।