
মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মাঝিড়াস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আবদুল হাকিম মন্ডল ।
দিনটি উপলক্ষে সকালে জাতীয়তাবাদী চেতনার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শাজাহানপুর উপজেলা ছাএদলের সভাপতি আবদুল্লাহ বিন আইয়ুব ছোটন তাঁর বক্তব্যে বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি , আরমান মন্ডল,বিপুল রানা মোল্লা, আজিজুর রহমান, আবু সাইদ, আব্দুল হামিদ, আইয়ুব আলী সাজু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ , বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন ।