মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
যে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায় সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে । সাইমনের দুই চোখই ৯০% ড্যামেজ । সময় মতো উন্নত চিকিৎসা না করলে সে চিরতরে দৃষ্টি হারাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা । সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে । মাএ ৬ বছরের শিশু সাইমন এখন নিজের চোখে পৃথিবীটা ঠিক মতো দেখতে পারে না । যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে সেই চোখ আজ আলো হারাতে বসেছে । চোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা । কিন্তু সাইমনের পরিবার দিনমজুর শ্রেণীর দৈনিক আয়ের উপর চলে সংসার । তাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব । কান্না ভেজা কন্ঠে সাইমনের মা বলেন, আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না এটা ভাবলেই বুক ফেটে যায় । আমরা গরিব । আপনাদের দোয়ায় ও সাহায্য যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পায় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ । সাইমনের বাবা বলেন,ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে , হাসি দিয়েছে । আজ সে নিজেই আলো হারাতে বসেছে । দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন । একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দাঁড়াই তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে । ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে ।
যারা সহযোগিতা করতে চান , পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন ।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট শাখা অ্যাকাউন্ট নম্বর :20507770206554289,বিকাশ ও নগদ :01719095539