
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বগুড়া জেলা আইডিইবি’র উদ্যোগে রবিবার (০৯ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় শহীদ খোকন পার্কে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা । প্রধান অতিথি বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস এর শুভ উদ্ভোদন করেন । প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের মুল চালিকা শক্তি দক্ষ জনশক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া শহর বিএনপি’র সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং বীট পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত। বগুড়া জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন বগুড়া জেলা আইডিইবির সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইডিইবি সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সৈয়দ আহম্মেদ লিটন, সমাজ কল্যান সম্পদক হিরূ,মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী আকতার, সদস্য জিয়াউল হক,সাবেক সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন ডিপ্রোকৌসের নেতৃবৃন্দ। বগুড়া জেলা আইডিইবি’র পক্ষ থেকে কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।