
তারিক আল মুরশিদ গাজীপুর থেকে:
রাজধানীর একটি অভিজাত হোটেল “জাভান হোটেল অ্যান্ড বার”-এর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আনিছুল হক আনছারী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেলটির নাম ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“সম্প্রতি কিছু ব্যক্তি ‘জাভান হোটেল অ্যান্ড বার’-এর নামে ভুয়া প্রচারণা চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা পর্যবেক্ষণ করি যে, কিছু ভিডিও এবং পোস্টে হোটেলটির নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
আনিছুল হক আনসারী আরও বলেন,
“আমরা হোটেলটি আইনগতভাবে লাইসেন্সপ্রাপ্ত ও সঠিক নিয়মে পরিচালনা করছি। লাইসেন্স ও আইনসম্মত সব নিয়ম আমরা কঠোরভাবে মেনে চলি। লাইসেন্স বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“আপনারা সত্য ও যাচাই করা তথ্য জনগণের কাছে তুলে ধরবেন। মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় কেউ যেন বিভ্রান্ত না হয় সে বিষয়ে আমরা প্রশাসনেরও সহযোগিতা কামনা করছি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, “জালান হোটেল অ্যান্ড বার” আইনসিদ্ধভাবে সব নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছে এবং এ ধরনের গুজব ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।