
মিজানুর রহমান (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি:
গোবিন্দগঞ্জে যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘ডা. আব্দুর রহিম সরকার ফুটবল টুর্নামেন্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এই জমজমাট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সাবেক এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার।
ফুটবল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাষ্টার, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী মাওলানা মশিউর রহমান এবং সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক টুর্নামেন্টটি উপভোগ করেন।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে গোবিন্দগঞ্জ পৌরসভা একাদশ দুর্দান্ত ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে। তারা ১-০ গোলের ব্যবধানে শিবপুর একাদশকে পরাজিত করে জয়লাভ করে এবং শিরোপা নিজেদের করে নেয়।
ফুটবলপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠ মিলনমেলায় পরিণত হয়।